হবিগঞ্জ প্রতিনিধি : দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ।
বুধবার (৭ মার্চ) সকালে পৌরভবনের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ টি পরিবারের মধ্যে ১৮ টি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ সেক্টর প্রকল্পের জেন্ডার একশন প্ল্যান এর আওতায় হবিগঞ্জ পৌরসভা নিজস্ব অর্থায়নে এ সেলাই মেশিন বিতরণ কর্মসূচী পালন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন একটি সেলাই মেশিনের খরিদ মূল্য যত কমই হোক না কেন, একটি পরিবার স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এর মূল্য অপরিসীম। তিনি বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বলেন মহিলারা এ সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে পারলে পৌরসভার এ প্রচেষ্টা সফল ও স্বার্থক হবে।
মেয়র বলেন, ইউজিপ-৩ এর শর্তাবলীর মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে হবিগঞ্জ পৌরসভা ব্যাপক কর্মসূচী পালন করছে। এ সকল কর্মসূচীর কারনেই হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ এর দ্বিতীয় ধাপে উন্নীত হয়ে ব্যাপক উন্নয়ন কাজ পরিচালনা করছে। এ পৌরসভা তার কর্মকাণ্ড দিয়েই স্বর্ণ পদক অর্জন করেছিল এবং এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে হবিগঞ্জ পৌরসভা সামনের দিকে আরো এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, খালেদা জুয়েল, অর্পনা পাল, সাংবাদিক মোহাম্মদ নাহিজ, ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, সাংবাদিকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj