স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সুস্থ-সবল জাতি গঠনে পরিবার পরিকল্পনা, মা, শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সেবা পৌছে দিতে সক্ষম হয়েছে বর্তমান সরকার।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে দুইদিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শেখ হাসিনার সরকার। এছাড়াও কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। ফলে মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে এবং পরিকল্পিত পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠির দোড়গোড়ায় শতভাগ সেবা পৌছে দিতে তাদেরকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মীর সাজেদুর রহমানরে সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষে অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, সিভিল সার্জন সূচিন্ত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক নাসিমা খানম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম প্রমুখ।
পরে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।
হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের জনগণনের দোরগোড়ায় পরিবার পরিকল্পনা সম্পর্কিত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে সরকারি বিভিন্ন বিভাগের ২০টি স্টল স্থাপন হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj