চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : সাংবাদিক এস আর রুবেল মিয়া। সাংবাদিকতা তার পেশা নয়। নেশা। সমাজসেবা তার মনে। তাই কিছু একটা করা। নিজের মেধা কাজে লাগিয়ে ২০১২ সালে জেলার চুনারুঘাট উপজেলার দুর্গাপুর এলাকায় প্রতিষ্ঠা করেন রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমি।
শুরুতে যদিও শিক্ষার্থী সংখ্যা তেমন ছিল না। শিক্ষকদের নিবিড় পাঠদানে দিনদিন শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পায়।
বর্তমানে শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। ৯ জন শিক্ষক যতœশীলভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের নিয়ে তেমন কোনস্থানে শিক্ষা সফরে যাওয়া হয়নি। তাই এ ফাল্গুন এ সফরটা মিস করা যাবে না। স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে শিক্ষার্থী মাহিয়া স্কুলে আসে সকালে।
স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা মিলে গাড়ী করে ছুঁটে যান প্রকৃতির অপরাপর স্থান জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী পিকনিক ¯ন্ঠঁ রাণীগাও গ্রীণল্যান্ড পার্কে। পার্কে গিয়ে সবাই মিলে প্রকৃতি অবলোকনে মগ্ন হয়ে পড়েন। বেলা পেরিয়ে দুপুর। সবাই মিলে মধ্যহ্ন ভোজন সেরে নিলেন। পরে এক র্যাফেল ড্র এর আয়োজন করা হয় হয়। এতে সবাই অংশ নেয়। পরে ড্র এর পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ রিচি ছেরাগ আলী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ হামিবুর রহমান তালুকদার খোকন, রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর প্রতিতষ্ঠাতা অধ্যক্ষ সাংবাদিক এস আর রুবেল মিয়া, একাডেমির সহকারী শিক্ষিকা মোছাঃ সালমা আক্তার, মোছাঃ সুবেদা আক্তার, মোছাঃ আজিদা আক্তার, সহকারী শিক্ষক মোঃ মিজবাহ উদ্দিন, নুরউদ্দিন অভিভাবক মোছঃ সোমা চৌধুরী, মোঃ রাসেল মিয়া, মোঃ শাহজাহান, মোঃ আলমগীর, মোছাঃ শিউলি আক্তার ও মোছাঃ সাদিয়া আক্তার, মোঃ হাফিজুর রহমান, মোঃ লিমন, মোঃ রুবেল মিয়া।
বিকেলে গন্তব্য স্থানে পৌঁছার উদ্দেশ্যে রওনা হয় সবাই। এতে বিকেল গিয়ে যেন সন্ধ্যা নেমে এলো। এমনিভাবে রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর বার্ষিক শিক্ষা সফরের দিন অতিবাহিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj