স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি সন্ত্রাসবাদের রাষ্ট্র হিসাবে বিশে^র নিকট পরিচিত করিয়েছিল।
তারা দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে জনগণের সম্পদ লুটপাটের মাধ্যমে সম্পত্তির পাহাড় গড়ার মহোৎসবে মেতে উঠেছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আজকের সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃতে¦ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় এসে দেশের মানুষের মাঝে ফিরিয়ে দিয়েছে কাক্সিক্ষত শান্তি আর স্বস্তির নিঃশ^াস। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করেছি একটি অসম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে। যে রাষ্ট্রে সকল ধর্র্মের মানুষ কোনো ধরণের প্রতিবন্ধকতা ছাড়া নিজ নিজ ধর্মীয় উৎসব-অনুষ্ঠান পালন করে আসছেন। আর বাংলাদেশের এই সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প্ নেই।
গতকাল মঙ্গলবার বিকালে লাখাই উপজেলার ফুলতৈল করাব তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহানামযজ্ঞ উৎসব পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি আবু জাহির তার মাধ্যমে হবিগঞ্জ-লাখাইয়ে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরে আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। পরে উপস্থিত লোকজন তার বক্তব্যে একাত্মতা প্রকাশ করে আগামী নির্বাচনেও দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার ঘোষণা দেন।
সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল রানা প্রমুখ।
ঋষিকেষ চক্রবর্তীর সভাপতিত্বে ও ফুল চন্দ্র দেবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবীর চন্দ্র দেব। এতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্র্মাবলম্বী ভক্তবৃন্দসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj