স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত বারবার জনগণের সাথে ধোকাবাজি করে আসছে। তাই জনগণ বিগত দুই নির্বাচনে তাদেরকে ভোট দেয়নি। যারা এতিমের টাকা আত্মসাত করে, তাদের কাছে জনগণের সম্পদ কখনো নিরাপদ নয়। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে তত্ত্বাবধায়ক সরকারের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে রয়েছেন। আর তারেক রহমান জনগণের সম্পত্তি লুটপাট করে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তারা দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিতে ব্যস্ত।
গতকাল শুক্রবার বিকালে শায়েস্তাগঞ্জে ৪০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত রাস্তার উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় লোকজনকে সাথে নিয়ে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক থেকে মড়রা-কাজিরগাঁও পর্যন্ত এই রাস্তাটির উদ্বোধন করেন তিনি।
এ সময় এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার জনগণের সবধরণের সুবিধা নিশ্চিতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়ন আর বিএনপি-জামায়াতের দুর্নীতি-সন্ত্রাস-নৈরাজ্য সবকিছুই জনগণের সামনে এখন পরিস্কার। আর এ কারণেই বিগত দুই নির্বাচনে সবাই সতস্ফুর্তভাবে নৌকায় ভোট দিয়েছে। বিগত ৯ বছরে আওয়ামী লীগের সুপরিকল্পনায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামীতেও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান এমরান, আওয়ামী লীগ নেতা মমরাজ মিয়া, এখলাছ মিয়া, মমরাজ মিয়াসহ ওয়ার্ড আওয়ামী লগের নেতৃবৃন্দ ও স্থানীয় মুরুব্বীয়ান।
সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার জানান, ৪০ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ হওয়ায় উল্লেখিত দুই গ্রামের লোকজনসহ আশপাশের কয়েকটি গ্রামের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj