মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকে: শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে কুটিরগাঁও গ্রামবাসী। বুধবার বিকাল ৩টায় এ উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কুটিরগাঁও গ্রামে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ নানু মিয়া।
মোঃ সোহাগ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত ব্যক্তি পৌর মেয়র মোঃ ছালেক মিয়া। পর পরই গ্রামের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অভিনন্দন ও মানপত্র পাঠ করেন, মোঃ আব্দুল লতিফ বাবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুটিরগাঁও গ্রামের জনসাধারনের নিরাপদ খাবার পানি সংকট সমাধানের জন্য অচিরেই ২টি গভীর নলকূপ স্থাপনের ঘোষনা দেন।
ওই গ্রামের জামে মসজিদের ওযুখানা নির্মাণ, মসজিদের বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সমস্যা সমাধানের ঘোষনা দেন। গ্রামের দীর্ঘদিনের সমস্যা পানি নিস্কাশনের জন্য ড্রেন ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন সমস্যা সমাধানে উন্নয়নমূলক কাজের আশ্বাসও ব্যক্ত করেন। তিনি গ্রামের ২টি ক্লাবকে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোঃ নোয়াব আলী, পৌর মহিলা কাউন্সিলর মোছা: তহুরা খাতুন লাইজু, মোছা: আছমা আব্দুল্লাহ, অধ্যাপক মোঃ ফখরুদ্দিন, গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব খলিলুর রহমান মাস্টার, আলহাজ্ব এস রহমান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, পৌর ইঞ্জি: মোঃ আকবর আলী, পৌর মহিলা লীগের যুগ্ন আহবায়ক আইরিন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সৈয়দ কবির মিয়া, মোঃ জিয়া উদ্দিন, মোঃ মকসুদ আলী, মোঃ ফজল মিয়া, মোঃ ফুরুক মিয়া, জসীম উদ্দিন জুয়েল, মোঃ সামছু মিয়া,মোঃ মাসুক মিয়া, অলিউর রহমান, হাফিজুর রহমান শিপু, মোর্শেদ আহমেদ,সোহেল মিয়া, মোজাম্মেল আহমেদ, রিফাত মিয়া, সুজন মিয়া, রুবেল মিয়া আরাফাত মিয়া, হানিফ উজ্জল, জামাল মিয়া প্রমূখ। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার শিক্ষক মোঃ দরছ আলী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj