আন্তর্জাতিক ডেস্ক: মরুর দেশ সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে শনিবার প্রবল ঝড়োবৃষ্টি হয়, সেই সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। এতে বেশ-কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পরদিন রবিবার মদিনার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
একই সময়ে পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের আরো কিছু স্থানে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। এছাড়া দাওয়াদমি আল-বাহা প্রদেশেও এদিন বৃষ্টি হয়।
একইদিন দাম্মাম ও এর সংলগ্ন আল-খোবার, ক্বাতিফ, রাস তানুরা, জুবাইল, খাফজি ও হাফর আল-বাতিন এলাকায়ও বৃষ্টি হয় বলে খবর পাওয়া গেছে।
এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় আল-জৌফ এলাকায় বৃষ্টি শুরু হয় এবং পরদিন শনিবার সকাল পর্যন্ত ঝরতে থাকে।
এছাড়া আল-রাস গভরনরেটে হাল্কা থেকে মাঝারি এবং দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় উমলুজে হাল্কা বৃষ্টির কথা জানা গেছে। হাক্বল এলাকায়ও শুক্রবার সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। জেদ্দা ও রিয়াদে বৃষ্টি না-হলেও শনিবার সারাদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, যাতে চলেছে মেঘ ও সূর্যের লুকোচুরি।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের রিয়াদ অঞ্চলের একজন মুখপাত্র বৃষ্টির সময় বাইরে যেতে হলে তাঁর দফতরের জারি করা নিরাপত্তাবিধিমালা মেনে চলতে লোকজনের প্রতি আবেদন জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj