স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার শেষ প্রান্তের গ্রাম ভবানীপুর। মুক্তিযুদ্ধে এই গ্রামে অগ্নিকান্ড ও লুটপাটের ঘটনা ঘটেছিল। যোগাযোগ ব্যবস্থা বলতে ছিল না কিছুই। তবে গ্রামবাসীর মাঝে শিক্ষা নিয়ে আগ্রহ ছিল প্রচুর। এই আগ্রহ থেকে গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল একটি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। কিন্তু দিনের পর দিন স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন এলাকাবাসী। এরই মাঝে হবিগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন এডভোকেট মোঃ আবু জাহির। রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর আর পিছনে থাকাতে হয়নি ভবানীপুর গ্রামবাসীকে। গ্রামের রাস্তাঘাট এবং শতভাগ বিদ্যুতায়নসহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ভবানীপুর নিম্ন মাধ্যমিক স্কুলটি এমপিওভুক্তি করে দেন এমপি আবু জাহির। পরবর্তীতে মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হয় তারই প্রচেষ্টায়। এবার সেই প্রতিষ্ঠানটি কলেজে রূপান্তরিত করলেন তিনি। ফলে হাওর এলাকার ওই গ্রামসহ আশেপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়ার উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ভবানীপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব সাবেক ব্যাংকার বিদ্যুৎ কান্তি দাশ জানান, ভবানীপুর গ্রাম একটি আদর্শ গ্রাম। এলাকার মানুষের মাঝে শিক্ষা নিয়ে সীমাহীন আগ্রহ আছে। এমপি আবু জাহিরের প্রচেষ্টায় হাইস্কুলটি পূর্ণাঙ্গ রূপ পাওয়ায় এলাকার শিক্ষায় ব্যাপক উন্নতি ঘটে। এখন সেই প্রতিষ্ঠানটি কলেজ হওয়ায় এলাকায় শিক্ষার মান আরো বেড়ে যাবে। স্কুলের প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোয়ারদার জানান, প্রতিষ্ঠানটি কলেজে রূপান্তরিত হওয়ায় গ্রামবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে। এতেকরে শুধু ভবানীপুর নয়। আশেপাশের সকল গ্রামের অস্বচ্ছল পরিবারের লোকজন তাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষা গ্রহণ করাতে পারবেন।
হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর একটাই আমার চিন্তা কিভাবে এর প্রতিদান দেব। ক্রমান্বয়ে হবিগঞ্জ সদর-লাখাইর সকল উন্নয়নই বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। সকল ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। বর্তমান সরকার প্রত্যন্ত এলাকায় উন্নয়নের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই ভবানীপুর এলাকায় কলেজ প্রতিষ্ঠা করতে পেরে আমি আনন্দিত। ওই এলাকার লোকজন নির্বাচনে যেভাবে আমার পাশে থাকেন এই কলেজ করেই আমি মনে করি প্রতিদান দেয়া সম্ভব। আরো বেশি উন্নয়ন কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। আগামীতে সুযোগ পেলে ভবানীপুর গ্রাম এবং ওই এলাকায় আরো ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj