মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নূরুল ইসলাম বলেছেন, শিক্ষার হার বৃদ্ধি ও ঝরেপড়া রোধ করতে সরকার উপবৃত্তি প্রদান করছে। অঞ্চলভেদে আরো অধিক প্রণোদনা দেওয়া প্রয়োজন। এ জন্য বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে স্থানীয় দানশীল ব্যক্তিদের সম্পৃক্তি করে বিভিন্ন কর্মকান্ড গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তিনি বাহুবল উপজেলা প্রশাসন ও বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত “শিক্ষার গুণগত মান ও শিক্ষার হার বৃদ্ধি কল্পে করণীয় : প্রেক্ষাপট বাহুবল উপজেলা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার অভিজাত পাঁচতারকা হোটেল ‘দি প্যালেস লাক্সারী রিসোর্টে’ অনুষ্ঠিত সেমিনারে তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনেক পরিশ্রম করেন। তারা অপেক্ষাকৃত দায়িত্বশীল ও কর্মঠ। তাই সরকার ভোটার তালিকার তথ্য সংগ্রহ, ঠিকাদান কর্মসূচি বাস্তবায়ন, ভোটগ্রহণ কর্মকর্তা ও বিভিন্ন জরিপ কাজে তথ্য সংগ্রহকারী হিসেবে তাদের নিযুক্ত করে থাকে। সরকারের এ আস্থার যথাযথ মূল্যায়ন করতে হবে।
নূরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত সাম্প্রতিক পে-স্কেলে শিক্ষকদের আর্থিক স্বচ্ছলতা কিছুটা হলেও ফিরে এসে। আশা করা যাচ্ছে, শিক্ষকদের জন্য একসময় স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা হবে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও বাহুবল উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, হবিগঞ্জ পিটিআই-এর সুপার নজরুল ইসলাম, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোঃ নাহিজ, শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নিরু, রশিদপুর গ্যাস ফিল্ডের ইনচার্জ প্রকৌশলী ইকরামুল হক, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য্য, ওমেরা সিলিন্ডার কোম্পানীর প্লান্ট ম্যানেজার শায়েখ ইবনে জামান ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শর্বাণী দত্ত। স্বাগত বক্তব্য রাখেন বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান।
বক্তব্য রাখেন পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী ভট্টাচার্য্য, পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন, খরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বতী ভট্টাচার্য্য, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা দত্ত, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, পূর্ব ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কাশেম, ভূগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ আলম, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হক, এডভোকেট জন্টু দেব, খরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াছমিন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারা খাতুন, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, নোয়াঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদুর রহমান, লাকুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আব্দুল ওয়াদুদ, আলিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ দেব ও সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুর রহমান প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান ও গীতা পাঠ করেন বিকাশ চন্দ্র দেব।
সভায় সভাপতির বক্তব্যে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, ৩৩৯টি গ্রাম নিয়ে গঠিত এ উপজেলায় ১০২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আরো দুটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়বিহীন গ্রামে পর্যায়ক্রমে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হবে। তিনি আরো বলেন, এ উপজেলার শিক্ষার হার শতকরা ৩৯ ভাগ।
দেশের শিক্ষার হারের তুলনায় যা অর্ধেকের কম। আমি একজন শিক্ষকের সন্তান হিসেবে এখানে যোগদানের পর বিষয়টি আমাকে মারাত্মক ভাবে মর্মাহত করেছে। আমি এ উপজেলার শিক্ষার হার বাড়ানোর জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। ‘বাহুবল উপজেলার সার্বিক শিক্ষা আন্দোলন’ নামে এ সামাজিক আন্দোলনের প্রাথমিক পর্যায় সম্পন্ন হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় সারা উপজেলার একটি তথ্য সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, এ সামাজিক আন্দোলনটি মূলধারার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বয়ষ্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ উপজেলার ৬৩টি ওয়ার্ডে ৬ মাস মেয়াদী বয়ষ্ক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষাদানের উদ্যোগ নেয়া হবে। এ প্রকল্পটি বাস্তবায়নে ৭০ থেকে ৮০ লাখ টাকা প্রয়োজন। সরকার ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তায় এ প্রকল্পের ব্যয় যোগান দেয়া হবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে এ উপজেলার শিক্ষার হারের সূচক ১০০ ভাগে পৌঁছবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj