এস এম আমির হামজাঃ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পুরুষউত্তমপুর গ্রামের মৃত মোশাহিদ আলীর পুত্র হতদরিদ্র মোঃ সজলু মিয়া চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সাহায্যর জন্য আকুল আবেদন জানিয়েছে।
প্রায় দুই বছর পূর্বে সজলু মিয়া মাছ ধরতে গিয়ে বাম পায়ের বৃদ্ধ আংগুলে বাঁশের আগাতে রক্তাত্ব জখম হয়। অভাবের তাড়নায় সময় মতো চিকিৎসা করাতে পেরে আংগুলে মারাত্বক ক্ষতের সৃষ্টি হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা সজলু মিয়ার বাম পা কেটে দেওয়ার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা না করেই সে বাড়িতে চলে আসে। গতকাল শনিবার তার বাড়িতে এ প্রতিনিধির সাথে আলাপকালে সে জানায়, পায়ে দুর্ঘটনার পূর্বে রিকসা চালিয়ে সংসারের খরচ বহন করতো।
এখন তার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে খেয়ে না খেয়ে তাদের পরিবারের চলে। হতদরিদ্র সজলু বসতভিটা না থাকায় তার গ্রামের একটি বাড়িতে প্রতি মাসে ৬শ টাকা ভাড়া দিয়ে বসবাস করছে। তার চিকিৎসা করাতে প্রায় ৪০ হাজার টাকা প্রয়োজন।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অসহায় অনাত সজলু মিয়ার জন্য একটু সহযোগিতার হাত বাড়ালেই একটি প্রাণ বেঁচে যাবে। সমাজের বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য সে আকুল আবেদন জানিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj