মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চলছে বিভিন্ন জাতের চোরাই কাঠের রমরমা ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এসব বনজ কাঠ ক্রয় বিক্রয় হলেও রহস্যজনক কারণে তারা নীরব। অবৈধ চোরাই কাঠ ব্যবসায়ীদের দাপটে সাধারণ বৈধ ব্যবসায়ীরা পথে বসেছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গোটা এলাকা জুড়ে বেড়াচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্যরা চোরাই পথে দিনে রাতে কাঠ পাচার করে মোটা অংকের টাকা কামাই করছে। সরজমিনে জানা যায়, মাধবপুরের মনতলা, তেলিয়াপাড়া, শাহপুর (গেইটঘর), জগদীশপুর, সুরমা চা বাগান, নয়াপাড়া, চৌমুহনী, ধর্মঘর, হরষপুর সড়ক পর্যন্ত নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে ৪৬টি 'স' মিল। আর 'স' মিলগুলোকে ঘিরে ব্যবসায়ী অধিক মুনাফার লোভে চোরাই কাঠের রমরমা ব্যবসা করছেন। সাতছড়ি ও রঘুনন্দন সরকারি বন উজার করে রাজস্ব ফাঁকি কাঠ পাচার করে যাচ্ছে আরেকটি শক্তিশালী সিন্ডিকেট। তারা উপজেলার বিভিন্ন বন থেকে বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তাকে ম্যানেজ করে চোরাই কাঠ মাধবপুরে নিয়ে আসেন। ওই কাঠগুলোতে হেমার নেই, নেই কোন নাম্বার। ব্যবসায়ীদের নেই কোনো বৈধ কাগজপত্র। শায়েস্তাগঞ্জ, সাতছড়ি, জগদীশপুর, হরষপুর পুলিশ ফাঁড়ি এই চারটি চেকপোস্টকে বিশেষ ব্যবস্থায় ম্যানেজ করে তারা। টাকা গেলেই ছাড়পত্র দেন চেক পোস্টের লোকজন। চোরাই কাঠ ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে কোনভাবেই পুষিয়ে উঠতে পারছে না বৈধ কাঠ ব্যবসায়ীরা। কাঠ ব্যবসায়ী নিজাম ও আমীর আলী জানান, চোরাই কাঠ ব্যবসায়ীদের দাপটে সাধারণ বৈধ ব্যবসায়ীদের এখন মাথায় হাত। এ পর্যন্ত অবৈধ চোরাই কাঠ ব্যবসায়ীদের কারণে বর্তমান সরকার লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj