বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলাকে ভিক্ষুকমুক্ত হিসেবে গড়ে তুলতে লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকারের বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে।
অবকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশনের মাধ্যমে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন মেগা প্রকল্পে সরকার অর্থ বিনিয়োগ করছে। এ ক্ষেত্রে অর্জিত সাফল্যও অনেক। তাছাড়া দারিদ্র বিমোচন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ অগ্রাধিকারপ্রাপ্য।
এ লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে উদ্ধুদ্ধকরণ, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকমুক্ত করণে মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় ব্যক্ত করেছেন। দীর্ঘদিনের চলে আসা এ সামাজিক ব্যাধি দূরীকরণের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে বাহুবল উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে এ উপজেলার ভিক্ষুকদের সনাক্তকরণের জরীপ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী সরকারি কর্মসূচি, যাকাত, ধনীব্যক্তি প্রতিষ্ঠানের অনুদান, চাকুরিজীবিদের চাঁদা বা একদিনের সমপরিমাণ বেতনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে। বাহুবল উপজেলায় ৭টি ইউনিয়নের সর্বমোট ৯২০ জন ভিক্ষুক রয়েছে। এদেরকে যথাযথভাবে পুনর্বাসন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ভিক্ষুকমুক্ত বাহুবল উপজেলা ঘোষণার লক্ষ্যে সোনালী ব্যাংক বাহুবল শাখায় একটি সঞ্চয়ী হিসাব (যাহার নং- ০১০০৯৯৮২) খোলা হয়েছে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও পরবর্তীতে উন্নত বাংলাদেশ হিসেবে বিনির্মাণে এটি অত্যন্ত জরুরি।
এ কর্মসূচিটি সফল ও স্বার্থকভাবে সম্পাদনে বাহুবল উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গসহ সর্বস্তরের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। তাই আসুন সকলে মিলে অর্থ অনুদান দিয়ে বাহুবল উপজেলাকে ভিক্ষুক মুক্ত হিসেবে গড়ে তুলি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj