স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, মানুষকে বেচে থাকতে হবে কর্মের মাধ্যমে, আপনার অর্থ আছে, আপনার সম্পদ আছে তা যদি সঠিক জায়গায় ব্যবহার না করেন এ অর্থ সম্পদ আপনার কোন কাজে আসবে না। তিনি বলেন, ইসলাম মানুষকে সঠিক পথ দেখায়, যে পথে আছে চিরদিনের শান্তি। সমাজে যারা বিত্তবান আছেন তারা আল্লাহর পথে বেশি বেশি অর্থ ব্যয় করুন, দেখবেন আপনারাও শান্তি খুজে পাবেন।
বৃহস্পতিবার রাত ১০টায় জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরে ইসলামী মহা সম্মেলনে বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, কিছু দুর্বৃত্ত ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদের জন্ম দেয়। কিন্তু ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোনো সুযোগ নেই। যারা নামাজ আদায়কারীদের গুলি করে হত্যা করে তারা ইসলামের লোক হতে পারে না। তারা নামাজ পড়তে পছন্দ করে না, তারা হত্যা করতে পছন্দ করে। এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা মুক্ত শান্তির দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। বিগত ৯ বছরে এ ব্যাপারে সফলতাও অর্জন হয়েছে। এই সফলতা অব্যাহত রাখতে তিনি বর্তমান সরকারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর জন্য দোয়া করার আহবান জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আল্লামা তাফাজ্জুল হক, আল্লামা বিলাল বাওয়া ইংল্যান্ড, আল্লাম নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, জুবায়ের আহমেদ আনসারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ। সম্মেলনে বিভিন্ন স্থান থেকে আসাম মুসল্লীয়ানসহ স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj