স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, পইল ইউনিয়নকে আমার নিজের বাড়ি হিসেবে বিবেচনা করে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করেছি। আবারো দেশরতœ শেখ হাসিনার মার্কা নৌকা বিজয়ী হলে এই এলাকার অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমি ৯ বছর যাবৎ আপনাদের দেয়া দায়িত্ব পালন করে আসছি। এই ৯ বছরে যে উন্নয়ন যে কাজ করেছি তা স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো সরকার করতে পারেনি।
গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, জানুয়ারী মাসটি হবিগঞ্জবাসীর জন্য অত্যন্ত কষ্টের একটি দিন। আজ থেকে ১৩ বছর আগে এই জানুয়ারী মাসেই বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াকে হত্যা করা হয়েছিল। সেইদিন আমিও মারাত্মকভাবে আহত হই। সেইদিনের ভয়াবহ হামলায় শতাধিক আঘাত আজও পর্যন্ত শরীরে নিয়ে আপনাদের সেবায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও করে যাব ইনশাল্লাহ।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মর্তুজ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি হেলাল উদ্দিন আফরোজ, উপ প্রচার সম্পাদক মহিবুর রহমান পিপলু, উপ ত্রাণ বিষয়ক সম্পাদক ফয়সল আহমেদ, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, পইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি ছন্দু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোশাহিদ মিয়া, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল জলিল মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ মুর্শেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আলম, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি মনর আলী ও সাধারণ সম্পাদক লকুছ মিয়া, ৮নং ওয়ার্ড সভাপতি ছমর উদ্দিন সিতু, সাধারণ সম্পাদক জুনাব আলী, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ বিরাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এছাড়াও স্থানীয় মুরুব্বীয়ানসহ বিভিন্ন পর্যায়ের লোকজন এবং যুবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj