চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটে ওরসে কাফেলা ও দোকানপাট বসানো নিয়ে প্রতিপক্ষের আঘাতে নিহত সজল মিয়ার (২৫) বাড়িতে চলছে শোকের মাতম। সংসারের একমাত্র উপার্জনক্ষম পুত্রকে হারিয়ে মা আমিরুন্নেছার আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাঘারোক গ্রামের পরিবেশ। এ ঘটনায় গতকাল থেকে অনুষ্ঠিত বাঘারোক গ্রামের সাহেব বাড়িতে ৭২তম সৈয়দ ছাওয়াল শাহ (রঃ) এর ওরস শরীফ বাতিল করা হয়েছে।
সোমবার বিকেলে পুলিশ পূর্বে দেয়া ওরসের অনুমতি বাতিল করে ঘটনাস্থলে গিয়ে সকল দোকানপাট তুলে দেয়। এ ঘটনায় সন্ধ্যার মধ্যেই সকল দোকানপাট চলে যায় এবং ওরসে আসা ভক্তবৃন্দ মাজার জিয়ারত করে চলে গেছেন।
এদিকে গত সোমবার রাত ৯টায় নিহতের লাশ বাড়িতে আসার পর জানাজা শেষে দাফন করা হয়।
এ ব্যাপারে মামলা হবে বলে জানান নিহতের স্বজনরা।
সরেজমিন দেওরগাছ ইউনিয়নের বাঘারোক গ্রামে নিহতের স্বজন ও গ্রামবাসীর সাথে আলাপ করে জানা যায়, গত রবিবার বিকেলে ওরসের কাফেলা ও দোকান বসানো নিয়ে বাঘারোক গ্রামের আব্দুর রহিমের পুত্র রাজমিস্ত্রির জোগালি সজল মিয়ার সাথে পার্শ্ববর্তী বাড়ির মারফত উল্লাহর পুত্র মিজান মিয়া ও সিজু মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় একই গ্রামের সৈয়দ তাহির মিয়াও ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ায় প্রতিপক্ষের আঘাতে সজল গুরুতর আহত হয়।
মুমূর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় সে মারা যায়।
সজল নিহত হওয়ার খবর গ্রামে পৌঁছলে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ বাঘারোক গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঘারোক গ্রামের সৈয়দ ছাওয়াল শাহ (রঃ) মাজারের খাদেম সৈয়দ আব্দুর রশিদ, সরদার আবুল কালাম, ইউপি মেম্বার বদরুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj