আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি : প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি কোমলমতি শিশু-কিশোরদের জন্য প্রয়োজন খেলাধুলায় অংশগ্রহণ করা। খেলাধুলা করার ফলে শিশু কিশোরদের মনে সমষ্টিগত দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। পড়াশোনার পাশাপাশি শিশু কিশোরেরা যদি পর্যাপ্ত খেলাধুলা করে তাহলে প্রত্যেকের মানসিক চিন্তার বিকাশ সাধন হবে।
খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমেই তাদের ভেতরের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে হবে। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ শহরের উচ্চ বালিকা বিদ্যালয় এবং জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সু-শিক্ষা দিয়ে ভালো মানুষ গড়ার জন্য শিক্ষক ও বাবা মায়েদের সচেতন থাকতে হবে। সন্তানরা যাতে মাদকাসক্ত না হয় এজন্য তাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে। কারণ মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকারের সুপরিকল্পিত পদক্ষেপে দেশ এগিয়ে যাচ্ছে। আর এ এগিয়ে যাওয়ার পেছনে খেলাধুলারও অবদান আছে। দেশের ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা আজ বিশ্বনন্দিত। খেলাধুলার কারণেও দেশ আজ সারাবিশ্বেই পরিচিতি লাভ করেছে।
সংসদ সদস্য সকাল ১০টায় হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরবর্তীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খানমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অনীল কৃষ্ণ মজুমদার ও উপজেলরা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মাওলানা আব্দল জলিল, হাসনা হেনা চৌধুরী, আনিসুর রহমান, এমদাদ আাহমেদ, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সরওয়ার আলম, নিরেশ চন্দ্র দাাশ, মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।
পরে এডভোকেট মোঃ আবু জাহির এমপি হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মাঝে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজয়ী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj