বাহুবল প্রতিনিধি ॥ শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম মন্দিরের ৩৭তম বার্ষিক উৎসব আগামীকাল ২৯ জানুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে। চারদিন ব্যাপী এই অনুষ্ঠানে নামযজ্ঞানুষ্ঠান ছাড়া শ্রীমন্ মহাপ্রভুর বিশেষ পূজা অর্চণা, দরিদ্র্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠান উদ্যাপিত হবে।
আগামী ১ ফেব্র“য়ারি রাতে বসন্ত উৎসবের মধ্য দিয়ে এবারের উৎসব শেষ হবে। বসন্ত উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী বাউল শফি মন্ডল, কলকাতার শিল্পী বিক্রমজিৎ বাউলিয়া ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. বিদুর কান্তি সাহা। শ্রীশ্রী শচীঅঙ্গন মন্দিরটি হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত।এটি বাহুবল উপজেলার সবচেয়ে বড় মন্দির।
সংশ্লিষ্টরা বলেছেন, এবারের উৎসবে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে ডাঃ সত্যকাম চক্রবর্তী স্বাস্থ্য কেন্দ্র ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী এই স্বাস্থ্যকেন্দ্র ভবনটি নির্মাণ করে দিচ্ছেন। ২৯ জানুয়ারি বেলা ১২টায় স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (বাহুবল-নবীগঞ্জ) এম এ মুনিম চৌধুরী বাবু। একইসঙ্গে শ্রীশ্রী শচীঅঙ্গন সড়কের একাংশের পুননির্মাণ কাজের উদ্বোধন করবেন সংসদ সদস্য মুনিম বাবু।
এছাড়াও শ্রীশ্রীশচীঅঙ্গন ধামে বার্ষিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ২৯ জানুয়ারি সকালে গীতাকীর্তন ও বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান, এরপরে পদাবলী কীর্ত্তন। সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের ছাত্রী অনুরাধা মণ্ডলের পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীত এবং রাত সাড়ে ৯টায় ষোড়শ প্রহর নামযজ্ঞের অধিবাস। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী বিকাশ পাল অধিবাস কীর্তন পরিবেশন করবেন।
৩০ ও ৩১ জানুয়ারি একনাম কীর্তন। পাশাপাশি ৩১ জানুয়ারি ভক্তরা মহাপ্রভুকে ২০১ টাকা প্রণামী দিয়ে ভোগ দিতে পারবেন পরে এদিনই মহাপ্রসাদ বিতরণ করা হবে। ১ ফেব্র“য়ারি দুপুরে পদাবলী কীর্তন ও রাতে বসন্ত উৎসব উদ্যাপিত হবে।
জানতে চাইলে উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, ১৯৮৩ সালে পরম বৈষ্ণব ড. শ্রীমহানামব্রত ব্রহ্মচারী মহারাজ এই লুপ্ততীর্থ শ্রীধাম-জয়পুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় (মামারবাড়ি)।
মূলত তারই ঐকান্তিক প্রচেষ্টায় মহাপ্রভুর মাতৃদেবী হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম গড়ে ওঠে। কালের আবর্তনে আধ্যাত্মিক ভাবমূর্তি হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাতীর্থভূমি রূপে শচীঅঙ্গন পরিগণিত হয়ে আসছে। বর্তমানে বাহুবল উপজেলার সবচেয়ে বড় মন্দির হিসেবে এটি ভক্তদের কাছে স্বীকৃতি পেয়েছে। প্রতিবছরের মাঘী পূর্ণিমা তিথিতে এই উৎসবটি উদ্যাপিত হয়।
উৎসবের চারদিনে প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম ঘটে। এবারের অনুষ্ঠানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এবার অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মাসিক শ্রী গৌরবাণী, অনলাইন পত্রিকা করাঙ্গী নিউজ এবং হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা হবিগঞ্জ সমাচার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj