এস এইচ টিটু : সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ও স্টুডেন্ট কাউন্সিল ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সমুহে স্বতস্ফূর্তভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭ জানুয়ারী)সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
প্রার্থী মনোনয়ন, নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ ও ফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা।শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীরা ভোট প্রদান করছে।
সরেজমিনে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সকাল থেকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে প্রবেশ করছে। কেউ কেউ পরিচয়পত্র লাগিয়ে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ভোট দিতে পেরে ভীষণ খুশি নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান উদয়।
নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ছাত্র সংসদ নির্বাচন সুসম্পন্ন হয়েছে।
নির্বাচনে বিভিন্ন ক্লাশের প্রায় ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ কাউছার মিয়া। মোট ফলাফল অনুযায়ী ০৮ জন প্রার্থী বিজয়ী হয়েছে।
বিজয়ীদের তালিকাঃ-
১। মোঃ আরমান মিয়া।
২। সৌরভ মিয়া।
৩। মোহন মিয়া।
৪। ইতুন মিয়া।
৫। ফারজানা আক্তার।
৬। যুধিষ্ঠির বিশ্বাস।
৭। মনিরুজ্জামান উদয়।
৮। সানজানা খাতুন (৩য় বারের মত বিজয়ী)।
ছাত্রছাত্রীরা সকল দায়িত্ব পালন করলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের সহযোগিতা প্রদান করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj