স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, বর্তমান সরকারের নিকট কোনকিছুর জন্য যেতে হয় না। নিজে থেকেই আমরা জনগণের জন্য কাজ করি। এরই ধারাবহিকতায় দেশের প্রতিটি প্রত্যন্ত এলাকায় বিদ্যুত সংযোগ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, ২০০৮ সালে বিদ্যুৎতের উৎপাদন ছিল ৩ হাজার মেগাওয়াট। বর্তমান সরকার ক্ষমতায় এসে ১৬ হাজার মেগাওয়াটে উন্নতি করেছে।
আগামী বছরের মধ্যেই বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার কোনো গ্রাম বিদ্যুতায়নের বাইরে থাকবে না ইনশাল্লাহ। শনিবার বিকালে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে গ্রামবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মজিদ খান আরো বলেন, বর্তমান সরকারের আমলে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত প্রায় ৪৫০ কিলোমিটার বিদ্যুত লাইন নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বিদ্যুত শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ তথ্য প্রযুক্তিসহ সার্বিক বিষয়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সৈয়দপুরগ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ সাজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জিলাল আহম্মেদের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আবু জাফর, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক চৌধুরী, বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম মেম্বার, দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক মেম্বার, এনামুল হক মেম্বার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু সহ-সভাপতি নাছির উদ্দিন মেম্বার, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ইউনিয়ন যুবলীগের সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এজেএম উজ্জ্বল সহ-সভাপতি মামুন খান, যুবলীগ নেতা ছালেক মিয়া, আব্দুল হাই, ছাত্রলীগ নেতা মোফাচ্ছল হোসেন, অসীম, ছালেহ উদ্দিন প্রমুখ।
জনসভায় বক্তারা বলেন, এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি’র প্রচেষ্টার বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন স্বাধীনতার পর কোন এমপি বা সরকার এত উন্নয়ন করতে পারেনি। তারা এমপি মজিদ খানকে উন্নয়নের রূপকার হিসাবে আখ্যায়িত করে বলেন, তিনি উন্নয়নের পাশাপাশি দলকে সুসংগঠিত করেছেন এবং বিয়ে সাদী সহ সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj