শংকর শীল,চুনারুঘাট(হবিগঞ্জ)থেকেঃ সনাতন ধর্মালম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব ও বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতি পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এ সরস্বতি
দেবীর পূজা হয়ে থাকে। এ দেবী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী হিসেবে পরিচিত। এবং রাজহংস এই দেবীর বাহন। সারাদেশের ন্যায় ২২ জানুয়ারী সোমবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সনাতন ধর্মালম্বীরা সরস্বতি দেবীর পূজা ভাবগম্ভীর্যের মাধ্যমে পালন করেছেন।
এ উপজেলায় ১০০ টিরও বেশি মন্ডপে অনুষ্ঠিত হয়েছে সরস্বতি পূজা। এদিকে পৌরসভার পূর্ব বড়াইল গ্রামের শ্রীশ্রী মদন মোহন জিউর বিগ্রহ আখড়ায় বীণাপানি সংঘের আয়োজিত সরস্বতি পূজা, ওই গ্রামের ডাঃ কালিপদ আচার্যের বাড়িতে সরস্বতি পূজা ও মানিক আচার্যের বাড়িতে সরস্বতি পূজা, হাতুন্ডা বাসুদেব মন্দিরে, হাতুন্ডা বাসুদেব মন্দিরের পাশ্বে বিদ্যার্থী সংঘ, চুনারুঘাট পৌরশহরের জেসিএস মার্কেটের সরস্বতি পূজা, চুনারুঘাট সরকারি কলেজ সরস্বতি পূজা, গালর্স স্কুল সরস্বতি পূজা, ডিসিপি হাই স্কুলের ছাত্র ছাত্রীদের আয়োজিত সরস্বতি পূজা, উপজেলার মিরাশী ইউনিয়নের রুপসপুর পূজা উদযাপন যুব সংঘ, পশ্চিম পাকুড়িয়া যুব সংঘ, উওর রানীগাও সাতগরিয়াগাও সনাতন যুব সংঘের সরস্বতি পূজা সহ উপজেলার বেশকয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায়,বিভিন্ন শিক্ষা -প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্দির, সার্বজনীন ও ব্যাক্তিগত ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে সরস্বতি দেবীর পূজা। সরস্বতি পূজা শিক্ষা -প্রতিষ্ঠান গুলো সন্ধ্যা পরপরই সমাপন করা হয়। মন্দির ভিত্তিক ও সার্বজনীন পূজা মন্ডপ গুলোতে রাত ১২ টা ১টা পর্যন্ত সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়েছে।
সরস্বতি পূজার পরে প্রতিমা গুলো যত্ন সহকারে মন্দিরে নতুবা বাসা -বাড়িতে রাখা হয়। অনেকে আবার প্রতিমা বিসর্জন করেন। এবিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট উপজেলার শাখার সাধারণ সম্পাদক প্রনয় পাল জানিয়েছেন, শিক্ষা -প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্দির, সার্বজনীন ও ব্যাক্তিগত ভাবে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতি পূজা বেশিই হয়ে থাকে। এবার ১০০ টিরও বেশি পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়েছে সরস্বতি পূজা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj