শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ঐহিত্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসব ২৪-২৫ মার্চকে সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন তরান্বিত করার লক্ষে পিকনিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিদ্যালয় অডিটরিয়ামে বিদ্যালয়ের ২০০২-১৭ ব্যাচের ছাত্র-ছাত্রী সমন্বয় পরিষদ এ মিলন মেলার আয়োজন করে।
প্রাক্তন শিক্ষার্থী জয়নাল আবেদনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গীতা পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী সুমন দেব।
আলোচনা সভায় সভাপত্বি করেন ছাত্র-ছাত্রী সমন্বয় পরিষদের আহ্বায়ক আতাউর রহমান। প্রাক্তন শিক্ষার্থী অনিমা করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ছাত্র-ছাত্রী সমন্বয় পরিষদের সমন্বয়ক আ.ন.ম আজমল আলী শিহাব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবিদুর রহমান, সদস্য সচিব ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জামাল মিয়া, প্রচার-উপকমিটির আহ্বায়ক সৈয়দ তানবির আহমেদ জুয়েল, রেজিস্ট্রেশন উপকমিটির আহ্বায়ক আ.স.ম আফজল আলী, আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক রাহেল মিয়া সরদার, সাজসজ্জা উপকমিটির মনোহর আলী, আনন্দ শুভাযাত্রা উপকমিটির আহ্বায়ক চয়ন দেব রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সহকারি প্রধান শিক্ষক মহিবুর রহমান, সিনিয়র শিক্ষক ফজলুল হক, পরিষদের সমন্বয়কারী কামরুজ্জামান আল রিয়াদ, ছাত্র-ছাত্রী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান পারভেজ, সৌরভ পাল চৌধুরী, শেখ ই আর ইকবাল, বেলাল মিয়া, ফয়ছল আহেমদ, সদস্য সচিব লুৎফর রহমান নাঈম, রেজাউল করিম সনি, আনসার আহমেদ শরীফ, ওয়াসিউজ্জামান নিপু, ইমদাদুল ইসলাম শীতল, রিপন, জীবন, মোহন প্রমুখ।
মধ্যহৃভোজনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মিরাক্কেলের জনপ্রিয় কৌতুক অভিনেতা পাভেল -এর উপস্থাপনায় কুইজ প্রতিযোগীতা।
সর্বশেষে মনোঙ্গন সাংস্কৃতি অনুষ্ঠান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj