নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডে মাস ব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারী) সকালে এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
উদ্বোধনী মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন।
মাসব্যাপী মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ১৪০টি স্টল অংশ গ্রহন করেছে।মেলায় বিভিন্ন হস্ত শিল্প ও পণ্যের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। রয়েছে খাবারেরও।মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। মাস ব্যাপী মেলা শেষে টিকেটের উপর লটারীর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে।
মেলার আয়োজক হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সংগঠনের প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ নিউফিল্ডে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার আয়োজন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে সার্বক্ষনিক মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে। তাছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী, আনসার, স্বেচ্ছাসেবকরা মেলার নিরাপত্তা ও মনোরম পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কাজ করবে। যেন নারী-পুরুষ সবাই স্ব-বান্ধবে মনোরম পরিবেশে মেলার আনন্দ উপভোগ করতে পারেন। ইতোমধ্যে মেলায় নানা রকম পণ্যের শতাধিক স্টল স্থাপন করা হয়েছে। শিশুদের জন্য সার্কাসসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও থাকবে এ মেলায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj