শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : কাল থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত ৩ দিন ব্যাপী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে ৬৯৭ তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু। ওরস শেষ হবে ১৫ই জানুয়ারী।
মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী বলেন, সিলেটের হযরত শাহজালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব হলেন তরফ বিজয়ী সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ১৩০৩ খ্রিষ্টাব্দে সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় করেন। ১৩০৪ খ্রিষ্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যেও শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন।
তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন তার দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফন করার জন্য কিন্তু তার সঙ্গী সাথীরা এ আদেশ কেহই মানল না। শরিয়তের বিধানমতে মাজার উত্তর-দক্ষিণে দাফন করেন। দাফন করার পর ৪০ কদম দূরে আসার পরে মাজার শরিফ অলৌকিক ভাবে ঘুরে পূর্ব-পশ্চিমে হয়ে যায়। প্রতি বছরের ন্যায় এবার ও দেশের বিভিন্ন স্থান হতে জাতি,ধর্ম,গোত্র, বর্ণ নির্বিশেষে উক্ত মুড়ারবন্দ সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ),হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী(রঃ),হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (রঃ) সহ ১২০ জন পীর আউলিয়ার মাজার শরীফে লক্ষাধিক আশেকান ও বক্তবৃন্দ জিয়ারত ও পবিত্র বাৎসরিক ওরসে আসেন।
ইতি মধ্যে পবিত্র ওরসকে কেন্দ্র করে শতাধিক দোকান পাট বিভিন্ন পন্য নিয়ে বসতে শুরু করছে। আগামী ১৩,১৪ও ১৫ ই জানুয়ারী ২০১৮ইং ৩দিন ব্যাপি পবিত্র ওরস সমাপ্ত হবে। এ বাৎসরিক পবিত্র ওরসে অংশগ্রহণের জন্য সারা দেশের সকল আশেকান ও বক্তবৃন্দদের আমন্ত্রন জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj