স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আমরা বিশ্বাস করি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত অন্তত একজন পরিবারে থাকলে, সেই পরিবারের সকলেই ধর্মীয় রিতিনীতি সঠিকভাবে পালনের পাশাপাশি উন্নত চরিত্রের অধিকারি হবেন।
তাই সরকার আলেম উলামাগণদের অত্যন্ত সম্মানের চোখে দেখে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ইসলামী জ্ঞানের অধিকারি ব্যাক্তিদ্বয়ের সমন্বয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী এবং অর্থবহ করে তোলার আন্তরিক চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়াও তিনি এই শিক্ষায় শিক্ষিত ছাত্র ছাত্রীদের সরকারি চাকুরি করারও সুযোগ দিয়েছেন, যা পূর্বের কোন সরকারই তা দেয়নি।
গতকাল শুক্রবার সকালে লস্করপুরে, দেওয়ান সৈয়দ ইমামুর রেজা সুন্নী হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তার মাধ্যমে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরলে উপস্থিত জনতা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলহাজ্ব সৈয়দ আবিদুর রেজার সভাপতিত্বে ও দেওয়ান সৈয়দ মিফতাউর রেজার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, মোঃ হেলাল মিয়া, দেওয়ান সৈয়দ হুমায়ুন রেজা, দেওয়ান সৈয়দ আকিকুর রেজা, দেওয়ান মুর্শেদ রেজা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মিজানুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন দেওয়ান সৈয়দ এহসানুর রেজা। পরে মোনাজাত পরিচালনা করেন মফিজুর রহমান নকশেবন্দী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj