মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জে টানা কয়েক দিনের হাড় কাপানো তীব্র শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশায়র প্রভাবে তীব্র থেকে তীব্র হয়ে উঠেছে শীত। ফলে শিশু, বৃদ্ধ মানুষ ও গবাদিপশুসহ ঠান্ডায় কাঁপছে । কন কনে তীব্র শীতে কর্ম চাঞ্চল্যতা কমে গেছে অনেকটা । সকাল থেকে ঘন শীশীরের গভীর থেকে সূর্যের আলো উকি দিতে দুপুর পর্যন্ত গড়িয়ে পড়ে। ফলে বয়ে যাওয়া পশ্চিমা শীতল হাওয়ায় ঠান্ডা আরো তীব্র হয়ে উঠে। গরীব, হতদরিদ্র, মানুষের গায়ে মোটা গরম কাপড় না থাকায় হালকা গরম কাপড়ের সাহয্যে তীব্রতা শীতের দাপট কমাতে পারে না। ফলে লোকজন বাড়ির আঙ্গিনায় অথবা চুলোয় বসে বসে খর জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছেন শিশু ও বুড়– বয়সের লোকজন। তাছাড়া হাঁস-মুরগি ও গরু-ছাগল গবাদি পশুর গায়ে দেয়া হচ্ছে পাটের তৈরী মোটা চট। যেন কিছুটা হলে শীতের তীব্রতা লাঘব হয়।
তীব্র শীতে রেল স্টেশন, ফুটপাত ও বিভিন্ন খোলা স্থানে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এদিকে সকালে তীব্র ঠান্ডায় ও ঘন কুয়াশায় কাজে বের হতে পারছে না মানুষ। এছাড়াও বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা-ঘাট, হাট-বাজার ও দোকানপাট। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। কাজে বের হতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj