খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চট্টগ্রাম থেকে নিখোঁজের তিনপর চুনারুঘাট থেকে দুই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার দুপুরে উপজেলার রানীগাঁও ইউনিয়নের রামশ্রী থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হল- চট্টগ্রাম জেলার কুলশি থানার লালখান বাজার গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে আশিকুল আলম সৈকত (১৬) ও তার চাচা ভাই মোঃ আমিন হোসেনে ছেলে সালমান জয় (১৮।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারী দুই চাচা ভাই আশিকুল আলম সৈকত ও সালমান জয় বাড়ি থেকে রাগ করে ট্রেনে পালিয়ে আসে শায়েস্তাগঞ্জে। ট্রেনে আসার সময় তাদের সাথে পরিচয় হয় চুনারুঘাটের রামশ্রী গ্রামের রাজ্জাক মিয়ার ছেলের সাথে।
সে সুবাধে তারা দুই জন রাজ্জাক মিয়ার বাড়িতে চলে আসে। এদিকে দুই কিশোরের পিতা তাদের ছেলেকে খুজাখুজি করে না পেয়ে ৩ জানুয়ারী চট্রগ্রামের কুলশি থানায় নিখোঁজের ঘটনায় একটি জিডি এন্ট্রি দায়ের করেন। জিডি নং-১১৪/১৮। জিডির ভিত্তিতে কললিষ্টের মাধ্যমে তাদের অবস্থান চুনারুঘাটে পাওয়া যায়।
এরই ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আতিকুল আলম খন্দকাররে নেতৃত্বে উপজেলার রামশ্রী গ্রামে অভিযান চালায়। পরে তাদের রামশ্রী গ্রামের রাজ্জাক মিয়ার বাড়িতে পাওয়া যায়। দুই কিশোর উদ্ধারের পর চুনারুঘাট থানা পুলিশ তাদের পরিবারে নিকট হস্তান্তর করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj