স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এরশাদের পতন ঘটিয়েছে। খালেদা জিয়াকে গদি থেকে নামিয়েছে। ইয়াজউদ্দিনও আওয়ামী লীগের আন্দোলনে ঠিকতে পারে নাই। আওয়ামী লীগ সফল হয়েছিল, কারণ আমাদের সাথে জনগণ ছিল। বিএনপি মনে করেছিল তারাও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। কিন্তু তাদের সাথে জনগণ ছিল না। এমনকি তাদের অনেক নেতাও বিএনপির সাথে ছিল না। ফলে ৫ জানুয়ারীর নির্বাচন হয়েছে। সেদিন যদি নির্বাচন না হতে তাহলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা আসতো। জনগণের ভোটের অধিকার থাকতো না। এই নির্বাচনে নিশ্চিত হয়েছে জনগণের ভোটাধিকার। বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলেছিল। কিন্তু ৬ হাজারের উপরে নির্বাচন হয়েছে এ সরকারের আমলে। কিন্তু কোথাও কোনো কারচুপি হয় নাই। আওয়ামী লীগ যদি বিএনপির মতো ভোট ডাকাতি করতো তাহলে রংপুরে আওয়ামী লীগ পরাজিত হতো না।
হবিগঞ্জ-১ আসনে উপ নির্বাচন ডাঃ মুশফিক পরাজিত হতেন না। হবিগঞ্জ পৌরসভায় জিকে গউছ মেয়র না হয়ে শরীফ উল্লাহ মেয়র হতেন। বিএনপি নিজেরো ভোট ডাকাতি করে বলে কাউকে বিশ্বাস করে না।
৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে গতকাল রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, স্বাধীন দেশকে বারবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনেছে। শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়ে খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন। কিন্তু খালেদা জিয়া অসৌজন্যমূলক আচরণ করেছে। খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর সমবেদনা জানাতে শেখ হাসিনা যখন তার বাসায় যান তখনও তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান জানিয়েছেন। সমগ্র বিশ্ব তা দেখেছে। বিএনপির সাথে আওয়ামী লীগ কোনো ধরণের সংলাপ করবে না।
তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারা যে সকল লোকজনকে জ্বালাও-পুড়াও করে হত্যা করেছে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। সেইদিন তারা জামায়াতকে সাথে নিয়ে পুলিশ ও বিদেশী নাগরিক হত্যাসহ তাজিয়া মিছিলে হামলা করেছে। স্কুল-কলেজ মাদ্রাসা এমনকি গৃহপালিত পশু এবং গাছপালাও তাদের হাত থেকে রক্ষা পায়নি।
এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জের রাজপথ এখন আওয়ামী লীগের দখলে। ৩১ ডিসেম্বর বিজয় মিছিল ও ৪ জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এর প্রমাণ হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। কারণ ২০২১ সালে বঙ্গবন্ধুর ১০০ বছর হবে এবং দেশের হবে ৫০ বছর। সেই ঐতিহাসিক মুহুর্ত উদযাপন করতে হবে। এর জন্য আওয়ামী লীগের সকল উন্নয়ন কর্মকান্ড জনগণকে জানাতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, মুকুল আচার্যী, সম্পাদকমন্ডলীর সদস্য এডভোকেট আফিল উদ্দিন, অনুপ কুমার দেব মনা, আবুল কালাম আজাদ, উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সদস্য দেওয়ান মিলাদ গাজী, সৈয়দ কামরুল হাসান, এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, এডভোকেট আফজাল আলী দুদু, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, এডভোকেট আব্দুল মুনাতিকন চৌধুরী খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ ও আওয়ামী সাংস্কৃতিক পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj