মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ বঙ্গোপসাগরের গভীর নিন্মচাপের প্রভাবে শুক্রবার দিবাগত রাত থেকে হবিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। ফলে কর্মচাঞ্চ্যলতা স্থবিরতা দেখা দিয়েছে জন জীবনে। কর্মমুখি মানুষ শনিবার সারাদিন ঘরে বসে কর্মহীন সময় কাটাতে হচ্ছে। তাছাড়া অগ্রহায়নের শেষ পক্ষে উৎসব মূখর পরিবেশে আমন ধান সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল কৃষকÑকৃষাণী।
কিন্তু আকস্মীক বৈরী আবহাওয়া এখন মুখ তোবড়ে পড়েছে তাদের গোলায় ধান উঠানোর আনন্দটাই। তাদের কর্তকৃত ধান ও খর মাঠে স্তুপ করে রেখে রোদ্রের অপেক্ষায় প্রহর গুনছেন প্রতিক্ষণ। কখন সূর্য আলো ছড়িয়ে উকি দিবে আকাশে। তাছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়ে যথসময়ে পরীক্ষায় যেতে পাড়ছেন না । তাছাড়া হেমন্তের শেষে প্রকৃতির এমন বৈরী প্রভাবে শাকসবজিতে ক্ষতিকর প্রভাব পড়তে পারে এমন আশংখা করছেন চাষীরা।
সূত্রে জানাযায়, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে উত্তাল রয়েছে সাগর। লঘুচাপের কারণে রাজধানীসহ সারা দেশে হঠাৎই বৈরী আবহওয়া বিরাজ করছে। শনিবার ও আগামীকাল রোববার সারা দিন থেমে থেমে বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার সকালেও আকাশ মেঘলা থাকবে। দিনের শেষে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে উঠতে পারে বলে জানান ঢাকা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল আমিন। তিনি জানান, শুক্রবার গভীর রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের কয়েক স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। এখন যে শীত অনুভূত হচ্ছে সেটি মূলত বৃষ্টির কারণে। তবে নিম্নচাপ সরে গেলে মধ্য ডিসেম্বরের পর থেকে এমনিতেই শীতের প্রকোপ একটু বাড়বে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj