হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৭৮তম জন্মদিন পালন করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন শরীফ জনি, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোল আহমেদ কাজল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছাব্বির আহমেদ রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, হাজী সামছু, আব্দুর রউফ মাসুক, রুহুল আমীন সিজিল, ডাঃ পিন্টু আচার্য্য, শাহীন তালুকদার, রিমন লস্কর, শাহরিয়া চৌধুরীর সুমন, এডভোকেট মহিউদ্দিন সোহেল, বিপুল রায়, আলম মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়, যুগ্ম আহবায়ক মুমিনুর রহমান সজিব, মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, বানিয়াচং উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, মাধবপুর পৌর যুবলীগ আহবায়ক একরামূল আলম লেবু, বিদ্যুৎ মজুমদার, নবীগঞ্জ পৌর যুবলীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মুহিন চৌধুরী, কামাল আহমেদ, সবুজ আহমেদ, আমীর খান, ইমতিয়াজ জাহান শাওন, এনামূল হক শাহীন, ইকবাল হোসেন খান, দেলোয়ার খান, আবুল কাশেম রুবেল, শিমূল, তাজুল ইসলাম, কৃষ্ণ দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, পদ্মাসেতুসহ সারা বাংলাদেশে যে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা আর কোনো সরকার করতে পারেনি।
এছাড়া যুদ্ধারপরাধীদের বিচারসহ বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করায় দেশের জনগণ আওয়ামী লীগের প্রতি সন্তুষ্ট। বিদেশে পলাতক বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনি’র খুনীদের দেশে এনে বিচারের মুখোমুখি দেখতে চায় জনগণ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে যুবলীগ। তাই আগামী নির্বাচনে নেত্রী যাদেরকে নৌকা মার্কা প্রদান করবেন তাদের নির্বাচিত করতে সক্রিয়ভাবে পাশে থাকবে হবিগঞ্জের যুবলীগের নেতাকর্মীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj