রফিকুল হাসান চৌধুরী তুহিন॥ শীতের পরশ মানুষকে আনন্দ-উল্লাসে যেমন মাতিয়ে তুলে, তেমনি শীত আসলেই শিশু-কিশোর থেকে শুরু করে অসহায়-দরিদ্র মানুষগুলো একটু গরম কাপড়ের অভাবে প্রচন্ড কষ্ট জীবন-যাপন করতে হয়।
এমন সম্ভাব্য মানবিক পরিস্থিতি বিচেনায় এনে শিশুদের শীত নিবারনে এগিয়ে এলো হবিগঞ্জের স্বনামধন্য সামাজিক সংগঠন ‘অভিযাত্রী’। এ লক্ষ্যে ‘অভিযাত্রী’ আজ শুক্রবার রাতে হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করে হত-দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিস্ট সংগঠনের সভাপতি খালেকুজ্জামান খান সায়েম এর সভাপতিত্বে এবং সেক্রেটারী মুশফিকুর রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মনমুগ্ধকর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন।
এতে বিশেষ অতিথি ছিলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটি এবং দুদক নিয়ন্ত্রিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরন দাশ গুপ্ত, দৈনিক প্রতিদিনের বানী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, জেলা পরিষদ সদস্য উদীয়মান ছাত্রনেতা ফয়জুর রহমান রবিন, বিশিষ্ট সমাজসেবিকা চৌধুরী জান্নাত রাখী।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রসিকিউটর ব্যারিষ্টার সুমন সহ অন্যান্য বক্তারা বর্তমান প্রজন্মের তরুন-তরুনীকে ৭১’র মুক্তি চেতনায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ায় হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়ে বলেন, অভিযাত্রী নামক এই সংগঠনটির নের্তৃবৃন্দ এমন মানসিকতাই গরম বস্ত্র বিতরনের মাধ্যমে এই শীতে শিশুদের পাশে দাঁড়িয়ে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।
বক্তরা আগামীতে ‘অভিযাত্রী’র পাশে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে শিশু শিল্পীদের গান আর নৃত্য পরিবেশন উপস্থিত শিশু-কিশোর সহ আমন্ত্রিত সকল অতিথিদের মাতিয়ে তুলে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj