এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার নবগঠিত ব্রাহ্মণডুরা ও পুন:গঠিত নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
গতকাল রবিবার নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল ঘোষনা করে।
বহু আলোচিত হবিগঞ্জ সদর উপজেলার নবগঠিত ব্রাহ্মণডুরা ও পুন:গঠিত নূরপুর ইউপির নির্বাচন নিয়ে প্রার্থীসহ ওই সকল এলাকার ভোটারদের মাঝে নির্বাচনের তারিখ নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিলনা।
গতকাল নির্বাচনী তফসিল ঘোষনার মাধম্যে এ উত্তকন্ঠার অবসান হল।নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ-বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা দেখা দিয়েছে।ইতোমধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।প্রচারনা।আর এ প্রচার প্রচারনা জমজমাট হয়ে উঠেছে পোস্টার ব্যানার ফেস্টুনে।
নির্বাচন কে ঘিরে শহর-বন্দরের হোটেল-রেস্টুরেন্ট,বাসা-বাড়িতে আলোচনার কমতি থাকলেও কমতি নেই গ্রামের হাট-বাজারে, খোলা আকাশের নিচে ভাসমান চায়ের দোকানে।
উল্লেখ্য,নূরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়নে আনুমানিক ১৯ হাজার ভোটারকে সামনে রেখে নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে নির্বাচন প্রস্তুতি এগিয়ে চলছে। ২টি ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।২টি ইউনিয়নে নির্বাচন প্রচারণার প্রস্তুতি চলছে একটু বেশি তোড়জোড়।ফলে প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচনে প্রচারণায় ভিন্ন আমেজ নিয়ে প্রার্থীরা রাত দিনে প্রচারনা ব্যস্ত সময় পার করছেন।
নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়া,স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন নুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মেম্বার,তরুন সমাজ সেবক গোলাম সারোয়ার উদ্দিন বাবলু, সৈয়দ ফুরকান আলী।
ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আদিল হোসেন জজ মিয়া,বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু তাহের,স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন-মো:তাজুল ইসলাম রানু ,মো:জামাল উদ্দিনসহ আরো অনেকে সম্ভাব্য হিসাবে আছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj