নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের করিমপুর ক্বেরাতিয়া নুরানিয়া মাদ্রাসার অপহৃত দুই মাদ্রাসা ছাত্রকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশু রাফি (১২) ও সজিব (১১) উভয়েই শায়েস্তাগঞ্জের করিমপুর ক্বেরাতিয়া নুরানিয়া মাদ্রাসার ছাত্র।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে মাদ্রাসার সামনের রাস্তা থেকে তাদের অপহরণ করা হয় বলে তারা জানায়। তাদের কোতোয়ালি ভিক্টিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জুয়ারলালচান গ্রামের আলফু মিয়ার পুত্র রাফি আহমদ ও একই গ্রামের শাহ আলমের পুত্র সজিব করিমপুর মাদ্রাসায় আবাসিক লেখাপড়া করে।
দুপুরে মাদ্রাসা মূল সড়কের পাশে একটি কালো মাইক্রোবাস থেকে এক মহিলা তাদের ডাক দিলে তারা সেখানে গেলে তাদেরকে অপর এক লোক গাড়িতে জোরপূর্বক তুলে। পরে তারা গাড়িতে অচেতন হয়ে পড়ে। বিকেলে সিলেট শহরের ক্বিনব্রিজ এলাকায় তাদের নামিয়ে রিকশাযোগে তাদেরকে শাহজালাল মাজারে নিয়ে আসা হয়। অজ্ঞাত কারণে অপহরণকারী চক্র মাজার প্রাঙ্গণ থেকে সটকে পড়ে। তাদের ক্রন্দনরত অবস্থায় জিন্দাবাজারের দোকান কর্মচারী মাহবুবুর রহমান হাসান ও শামীম উদ্ধার করে মাজার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। উদ্ধার হওয়া রাফি তার পিতার সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যবৃন্দ সিলেট আসেন।
এদিকে, অপহরণের শিকার রাফি ও সজিবকে শাহজালাল মাজার ফাড়ি ইনচার্জ এসআই শফিক ভিক্টিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সনাক্তের মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj