চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছাত্রলীগের আনন্দ মিছিলে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে অপর ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় আরো এক কর্মী আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। ৬ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা সদরে এ ঘটনাটি ঘটে।
চুনারুঘাট থানা পুলিশ ঘটনার স্হলে এসে পরিস্থিতি শান্ত করেছেন। স্থানীয় সুত্র পাওয়া, জাতির জনক বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষনকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ শহরে একটি আনন্দ মিছিল রের করে। মিছিলেটি দক্ষিন বাজার থেকে শুরু হয়ে উত্তর বাজার আসার পর হঠাৎ ছাত্রলীগ কর্মী সুজনকে উপর্যুপররি ছুরিকাঘাত শুরু করে জাহাঙ্গীর তরফদার নামে অপর এক কর্মী। এসময় তাকে আটকাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন আরেক ছাত্রলীগ কর্মী মেসবা।
এ ঘটনার পর পরই উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা জাহাঙ্গীরকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাকেও আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। মেসবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক রুবেল গ্রুপের কর্মী জাহাঙ্গীর এবং সুজন ইফতেখার রিপন গ্রুপের কর্মী হওয়ার উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন সময় পুনরায় সংঘর্ষের আশংকা করছেন শহরবাসী। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান সত্যতা স্বিকার করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj