স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দারিদ্র্য দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকরত্ব দূর করে শোষণহীন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। এ জন্য তিনি সমবায় ও সমবায়ী মালিকানাকে বিশেষ গুরুত্ব এবং মর্যাদা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরিসহ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। সে পরিপ্রেক্ষিতে জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্যটি খুবই সময়োপযোগী।
শনিবার সকালে ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নিষ্টার সাথে দায়িত্ব পালন করে সমবায়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি।
হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে পতাকা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দশগুপ্ত। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ আহমদ।
সমবায়ীদের মাঝে বক্তব্য রাখেন বৈরাগী লংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি লিমিটেডের মোছাব্বির তালুকদার, হবিগঞ্জ মাইক্রোবাস চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল্লাহ এবং হবিগঞ্জ নির্মাণ শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ সারাজ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার হাসনা হেনা, জেলা অডিটর মোঃ শাহ আলম, দুবরাজ রবিদাস, মোহাম্মদ ইকবাল হোসেন, সুধীন্দ্র চন্দ্র দেব, মোঃ কপিল উদ্দিন, কান্তি ভূষণ সেনগুপ্ত, রূপালী রাণী পাল, রাজীব কান্তি দেব, আয়েশা বেগম চৌধুরী, পরিদর্শকবৃন্দ ও অডিট অফিসার মোঃ কাউছার মিয়া, সরেজমিন তদন্তকারী ও অফিড অফিসার মোস্তফা কামাল, সহ প্রশিক্ষক নজরুল ইসলাম ও শিউলী আক্তার প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj