কামরুল হাসান, বাহুবল থেকে ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট গ্রহন শুরু হলেও ভোটার উপস্থিতি কম। তবে প্রশাসনের সরব উপস্থিতি চোখে পড়ার মত।
শনিবার (৪ নভেম্বর) সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
সবকটি কেন্দ্রেই ভোটার ছিল কম। আর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে দুপুর ১২ টা পর্যন্ত জানা গেছে এ পর্যন্ত কোনো স্থানে ১০% কোথাও ১৫-২০ % ভোট গ্রহণ করা হয়েছে।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, একটি পদে নির্বাচন হওয়ায় তাদের মাথায় তেমন কোনো চাপ নেই। যাবেন, আর ভোট দিয়েই চলে আসবেন।
দুপুর বারোটায় উপজেলার দাত্তপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় একই অবস্থা। ভোটার কম, আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রাখছেন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সজিব দেব জানান, এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭১৭ জন। দুপুর ১২টায় এ কেন্দ্রে ২০% ভোট গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বলেন, পুরো উপজেলায় নির্বাচন সুন্দর ও সুষ্ট ভাবে চলছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সরব উপস্থিত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj