স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন ১৬৪টি সমিতির মাঝে ১৫ লাখ ২ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
ঋণ বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
এর পূর্বে সমিতির সকল সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির। এ সময় তিনি বলেন, গ্রামাঞ্চলের দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ প্রকল্প বাংলাদেশের দারিদ্র্য দূর না হওয়া পর্যন্ত চলবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থাকবে।
তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশকে দারিদ্র্যের অভিশাপ হতে মুক্ত করা। এ লক্ষ্যে জনগণের সঞ্চয় বাড়ানোর বিষয়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ঋণগ্রস্ত না রেখে তারা যাতে সঞ্চয় বাড়াতে পারে সে লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর এই প্রকল্পের আওতাধীন সমিতি গঠনের মাধ্যমে ঋণ গ্রহণ করে হবিগঞ্জসহ দেশের দরিদ্র নারী-পুরুষ হচ্ছেন স্বাবলম্বী।
এ সময় তিনি ঋণের টাকা সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে সকল উপকারভোগীদের প্রতি আহবান জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রধান সমন্বয়কারী মোঃ সফিকুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একটি বাড়ি একটি খামারের মাঠ পরিদর্শক মোঃ শাহজাহান ও গীতা পাঠ করেন রতন চন্দ্র সরকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj