চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট পৌর শহরের কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ২০১৬-২০১৭ অর্র্থ বছরের নির্বাচিত উপকারভোগী মা ও শিশু স্বাস্থ্য জোরদার লক্ষে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামের উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এবং পৌরসভার সহযোগীতায় হেলথ ক্যাম্পে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাহমিনা আক্তার, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আ: রকিব, কর্মকর্তা মো: আসাদুজ্জামান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মহিদ আহমেদ চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, রহম আলী, মহিলা কাউন্সলর মাসকুরা বেগম পাবনা, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন এনজিও অপরাজিতার নির্বাহী পরিচালক খাইরুন নাহার পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের অফিস সহকারী মিরাজ উদ্দিন প্রমূখ।
সভায় উপজেলা ফ্যামেলি প্লানিং এর ডাক্তার জান্নাতুল ফেরদৌস আগত মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করেন এবং হেলথ ক্যাম্প পরিচালনা করেন। উল্লেখ্য, জুলাই ২০১৬ থেকে জুন ২০১৭ সালের ৩শ’ জন উপকারভোগী মহিলাদের স্বাস্থ্য সেবার জন্য প্রতি মাসে ৫শ’ টাকা করে এক বছরের মোট ১৮ লাখ টাকা তাদের হাতে তুলে দেয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj