স্টাফ রিপোর্টার ॥ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ইয়াবা, গাজা, মদসহ অন্যান্য সকল মাদকদ্রব্যের সাথে জড়িত ব্যবসায়ী ও গ্রহণকারীদের কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে সংশ্লিষ্ট সকল এ ব্যাপারে কঠোর হওয়ার আহবান জানান।
সংসদ সদস্য বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে পুলিশ সহ সংশ্লিষ্টদের কঠোর অবস্থান নিতে হবে। মাদক বহনকারী, ব্যবসায়ী এবং সেবী যেই হোক, যে দলেই হোক তার রেহাই নেই। তারেকে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, অপ্রাপ্ত বয়ষ্ক, বেপরোয়া এবং বেআইনী উপায়ে মোটর সাইকেল আরোহীদের আইনের আওতায় আনতে হবে। কোন হোন্ডায় ৩ জন পরিবহন করতে দেওয়া হবে না।
এ ব্যাপারে পুলিশকে আরও তৎপর হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সদর শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য দেন। সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj