বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।
আজ শুক্রবার বিকালে উপজেলার মিরপুর-ধুলিয়াখাল সড়ক হইতে চন্দ্রছড়ি মাজার পর্যন্ত রাস্তাটি পরিদর্শন করেন। সরকারের উন্নয়নমূলক কাজ হিসেবে রাস্তাটিকে ৫৯,৭৯,০০০/- টাকা খরচে পিচঢালা রাস্তায় রূপান্তরিত করা হচ্ছে। ইতিমধ্যে রাস্তার কাজ ৭০% এর বেশি সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত ও যথাসময়ে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি মিরপুর ইউনিয়নের অন্যান্য উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।
তিনি বলেন বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ প্রদানের মাধ্যমে প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে এদেশের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।
স্থানীয় সরকারের এসব অগ্রাধিকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে পরামর্শ দেন। তাছাড়া প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনেরও অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা, হবিগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক শফিউল আলম, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এলজিইডি হবিগঞ্জ শেখ মোঃ আবু জাকির সেকান্দর প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj