হীরেশ ভট্টাচার্য্য হিরো : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর এখন যানজটের শহরে পরিনত হয়েছে। উপজেলা সদরের ঢাকা সিলেট মহাসড়কসহ প্রায় প্রতিটি সড়কেই যানজট লক্ষ্য করা যাচ্ছে। উপজেলায় যানবাহনের কোনো ষ্ট্যান্ড না থাকায় দূরপাল্লার ও অভ্যন্তরীন সড়কে চলাচলকৃত বাস, মাইক্রোবাস, মেক্সী, বেবীট্রেক্সী, সিএনজি, ট্রাক, রিক্সাসহ সব ধরনের যানবাহনের অবৈধ ষ্ট্যান্ড বানানো হচ্ছে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলা সদরে। শত শত যানবাহন উপজেলা সদরের মহাসড়কে এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখার ফলে সারা দিনই দীর্ঘ যানজট লেগে থাকে এ সড়কে। এতে সাধারন মানুষের নাভিশ্বাস উঠে। উপজেলা থেকে ছেড়ে যাওয়া মাধবপুর-হবিগঞ্জ, মাধবপুর-বি.বাড়ীয়া, মাধবপুর- ঢাকা, মাধবপুর- সিলেট, লাইনের বাস ও কোস্টার অভ্যন্তরীন সড়ক মাধবপুর-মনতলা, মাধবপুর-চেঙ্গারবাজার, মাধবপুর-ধর্মঘর-হরষপুর, মাধবপুর-তেলিয়াপাড়া, মাধবপুর-চুনারুঘাট, মাধবপুর- নোয়াপাড়া, মাধবপুর-বাঘাসুরা, মাধবপুর-ছাতিয়াইনসহ বিভিন্ন স্থানে চলাচলকারী মেক্সী, বেবীট্রেক্সী, সিএনজিসহ সব ধরনের শতশত যানবাহন অবৈধভাবে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সদরে দাঁড় করিয়ে রাখার ফলে এ যানজট হচ্ছে বলে জনগণের দাবী। উপজেলা সদরের নাসিরনগর রোড, উপজেলা কালী মন্দির রোড, বেবীষ্ট্যান্ড সড়ক মোদক পট্রি, কামার পট্রিসহ বিভিন্ন অলিগলিতে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা সড়ক দখল করে তাদের বিক্রয়লব্দ মালামালের ফসরা সাজিয়ে সড়কগুলোকে সরু সড়কে পরিণত করে। ফলে প্রতিদিনেই অভ্যন্তরীন এই সড়কগুলো যানজটে কবলে পড়ে। অপরদিকে শহরের অভ্যন্তরীন অপ্রশস্ত ও সরু সড়ক, বিকল্প সড়ক ও ফুটপাতে কাচামালসহ ফলের দোকান থাকায় রাস্তার ভগ্নদশা, অপরিকল্পিত বাসা-বাড়ি নির্মান, বিদ্যুতের খুঁটি , যত্রতত্র গাড়ি পার্কিং ও ভারী যানবাহন চলাচলের কারনেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কিন্তু এসব দেখার যেন কেউ নেই। পৌরসভার প্রাণ কেন্দ্র হিসেবে খ্যাত কিবরিয়া স্কোয়ার, নাসিরনগর রোড, সবুজবাগ, কালী মন্দির, কাপড়পট্রি, জুয়েলার্সপট্রি, মোদকপট্রি ও বাসষ্ট্যান্ড এলাকায় যানজট স্থায়ী রুপ নিয়েছে। দীর্ঘ যানজটের ফলে ক্রেতা বিক্রেতা ও যাত্রীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছে তেমনি পায়ে হেঁটে চলাচলকারী মানুষজনও বিড়ম্বনার শিকার হচ্ছে। ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কসহ অভ্যন্তরীন সড়কে চলাচলকারী বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস, মেক্সী, সিএনজিসহ অন্যান্য পরিবহনের জন্য কোনো ষ্ট্যান্ড বা টার্মিনাল না থাকলেও পরিবহন মালিক সমিতি বা আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতাদের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj