সৈয়দ শাহান শাহ্ পীর- আজ ৯ই মহররমের দিবাগত রাত্রিকে আশুরার রাত্রি বলা হয়। ঐ রাত্রি হতে আরবী দশই মহররম শুরু। স্যাইদেনা হযরত ইমাম হোসেন (রাঃ) এর শিবীরের পক্ষে উহা ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রজনী। পানির অভাবে রাত্রিতে কাহারও আহার হল না।
মৃত্যু আসন্ন জেনে সকলই সমস্ত রাত্রি উপাসনায় কাটালেন। কিন্তু কেহই শোক অনুভব করলেন না। শুধুই শহীদের তৃষ্ণায় তৃষ্ণাকাতর হয়ে হেঁসে উঠলেন। আর সবার মুখে-মুখে কালিমা শাহদাত। সূবেহ সাদেকের প্রথম আভা পূর্বাকাশে প্রস্ফুটিত হওয়া মাত্র শিবিরবাসিগণ ফজরের নামাজের জন্য প্রস্তুত হলেন। শুষ্ককণ্ঠেই সকলেই প্রাণ ভরে আল্লাহকে ডেকে উঠলেন।
ক্রমে-ক্রমে ঐতিহাসিক দশই মহররমের রক্তিম সূর্য পূর্বগগনে উদিত হল। বিস্তৃত মরুর বুকে রক্তের আভা ছড়িয়ে গেলো। উভয় পক্ষের শিবির শ্রেণীর চূড়ায়-চূড়ায় রক্তের লালিমা সেই ভয়াবহ দিবসের পূর্বাভাস জানিয়ে দিল। ইমাম তাহার পুরুষ ও মহিলা সঙ্গিগণকে সমবেত করে সকলের বুকে বুক মিলিয়ে এবং কপালে চুমু খেয়ে বলে উঠলেন আপনারা সবাই যার-যার আশ্রয় স্থানে চলে যান। এখন মহা পরীক্ষার দিন উপস্থিত। শত্রুগণ অসংখ্য। এখানে আমাকে যোদ্ধকরতে হবে। আমি নিজের জীবনের মায়া ত্যাগ করিছি। আমি মরিব। কিন্তু আপনারা না।
আপনারা চলে যান। কেননা শত্রুরা, এজিদ বাহিনী শুধু আমাকেই চায় আপনারা না। স্বেচ্ছায় কেউ মরন ডেকে এনো না। আমি চাই না যে, আমার কারণে আপনারা ধ্বংসের মুখে পতিত হন। কিন্তু কেহই ইমাম হোসেন (রাঃ) কে ছেড়ে গেলেন না। সকলই ইমামের যোদ্ধ জিহাদে ন্যায়ের যোদ্ধে - যোদ্ধ করার জন্য আল্লাহু আকবার ধ্বনিতে ঘোষণা দিলেন আল্লাহ আমাদের সাথে আছেন।
আর ইমাম তাৎক্ষনিক আকাশের দিকে দুহাত উঠিয়ে নিজসহ সকলের জন্য দোয়া করলেন আল্লাহর দরবারে এই বলে যে, হে আল্লাহ আমাদের সকলকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যোদ্ধ করে যেন শহীদ হতে পারি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj