নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখা গঠনের পর থেকে সমাজের তৃণমূল মানুষের প্রকৃত অধিকার আদায়ে কাজ করছে। নানা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার রক্ষায় প্রচারাভিযানের অংশ হিসেবে নৌ-ভ্রমণের উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্দেশ্য নৌ-ভ্রমণ করে শত বছরের ইতিহাস সমৃদ্ধ স্থান বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়ায় যাওয়া। দিনক্ষণ ঠিক করা হয় ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল বেলা যাত্রা শুরু হবে। নির্ধারিত দিনে শায়েস্তাগঞ্জের সুতাং খেয়াঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে বিথঙ্গলের উদ্দেশ্যে রওনা হন মানবাধিকারকর্মীরা।
বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ আব্দুর রকিবের নেতৃত্বে মানবাধিকারকর্মীরা হাওরের স্থানে স্থানে যাত্রাবিরতী করে পরিবেশ ও মানবাধিকার রক্ষায় সচেতন হওয়ার জন্য প্রচারণা চালান। এ প্রচারকে স্বাগত জানিয়েছেন হাওরবাসী। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মুক্ত পরিবেশে নৌ-ভ্রমণে সবাই মুগ্ধ হয়ে দুপুরে বিথঙ্গল আখড়ায় গিয়ে পৌঁছান। সেখানে সবাই বেশকিছু সময় অতিবাহিত করে বিকেলে আবার শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত প্রায় সাড়ে ৮টায় সুতাং খেয়াঘাটে এসে নৌকা ভিড়ে।
ভ্রমণের আনন্দটা বাড়িয়ে দিয়েছে মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখার সহ-সভাপতি সমাজসেবক গাজীউর রহমান ইমরানের সৌজন্যে প্রদত্ত গেঞ্জি। সবার হাতে হাতে মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখার সৌজন্যে হলুদ ব্যাগ ছিল। আর পড়নে ছিল সবুজ গেঞ্জি।
মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমনের পরিচালনায় নৌ-ভ্রমণে অংশ নেন পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির সৈকত, থানা শাখার সভা-সভাপতি আবু তাহের, আজদু মিয়া, গাজীউর রহমান ইমরান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সস্পাদক ফখরুদ্দিন আল নোমান, অর্থ সম্পাদক ইকবাল মাহমুদ, যুগ্ম অর্থ সম্পাদক এম শামীম চৌধুরী, আব্দুস সালাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক রেনু, মোঃ মামুন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম সাইফুর রহমান ফয়সল, জয়নাল মিয়া, জুনায়েদ তালুকদার, সাবাজ আলী সোহেল, দেলোয়ার হোসেন দিলু, জোবায়ের আহমেদ আত্তারী, আহমদ আলী, সালাউদ্দিন আহমেদ, রেজাউল করিম শিমূল, সফিকুল ইসলাম রিপন, কামাল মাহমুদ, আল আমিন, নিজাম উদ্দিন, জাকির হোসেন রুবেল, রবিন মিয়া, আরএইচ শাহীন, মারাজ মিয়া, জামাল আহমেদ রাজ, কাজী মুকুল, রুবেল, আলাই মিয়া, আব্দুল কদ্দুছ, শিবুল মিয়া প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj