মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে : হবিগঞ্জের জেলা প্রশাসক মনিষ চাকমা বললেন, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত জঙ্গী হামলাগুলোর সাথে জড়িত অধিকাংশই ইংলিশ মিডিয়ামের ছাত্র। ইংলিশ মিডিয়ামে পড়–য়ারা কেন এ পথে নামল- তা ভাবতে হবে।
তাহলে বুঝতে হবে এরা যে শিক্ষা নিয়েছে তা মান সম্মত শিক্ষা নয়। আমাদের সন্তানদের স্বার্থে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষার মান উন্নয়নের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বাল্য বিয়ে আমাদের সামাজিক অগ্রগতিতে একটি বড় বাঁধা।
একটি মেয়ে শারীরিক ভাবে পরিপূর্ণ হওয়ার আগে বিয়ে হলে তার মাঝে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। এক সময় এ সমস্যাগুলো পরিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল সদর ইউপি কার্যালয়ে মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন ও যৌতুক নিরোধ এবং মান সম্মত শিক্ষা শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাহুবল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম ও আব্দুল আওয়াল তহবিলদার প্রমুখ। সভায় সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউপি সচিব, প্রশাসনের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj