এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং-সুরাবই(করমাতপুর) সড়কের পুরোটায় কার্পেট উঠে বেহাল দশা।পাকা সড়কটি জুরে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।ফলে এলাকার কৃষি ফসলাদি পরিবহন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সুতাং-সুরাবই-পুরাসুন্দা সড়ক দিয়ে যান চলাচল দুষ্কর হয়ে পড়েছে।
এদিকে ওই সড়কেরই একটি ব্রিজের ছাদ ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা সিলেট মহাসড়ক থেকে সুতাং বাজার যাওয়ার মধ্যকার সুতাং-সুরাবই(করমাতপুর)সড়কের অধিকাংশ স্থানে পাকা কার্পেট ভেঙ্গে খানাখন্দে ভরে গেছে।সড়ক জুরে মাঝে মধ্যে ছোট-বড় শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে দিনের পর দিন হাঁটু পর্যন্ত পানি জমে থাকছে। ফলে সব রকমের যানবহন চলাচল করছে ধীর গতিতে।
সুতাং-সুরাবই-পুরাসুন্দা-লাদিয়া-লালচাঁন পর্যন্ত সংযোগ থাকার ফলে এ সড়কটির এলাকাভিত্তিক অনেক গুরুত্ব রয়েছে।দিন রাত ২৪ ঘন্টাই এই রাস্তা দিয়ে বিভিন্ন যান্ত্রিকযানসমূহ চলাচল করে থাকে।গ্রামীণ এ সড়কটির বেহাল দশার কারণে হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েছে।
এদিকে সড়কেরই মাঝামাঝি সুরাবই(করমাতপুর)নামক স্থানের একটি ব্রিজের ছাদের বেশ খানিকটা ভেঙে এক মরণ ফাঁদে পরিণত হয়েছে।নিরুপায় হয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যানবহন ও জনসাধারণ ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়ে গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj