স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের কারনে বাংলাদেশ অনেক এগিয়েছে। বাংলাদেশের উত্তরন ঘটেছে নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে।
এছাড়াও যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্নখাতে ব্যাপক উন্নতি অর্জিত হয়েছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ স্বীকৃতি অর্জন করায় সারা বিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সাফল্য আজ প্রমানিত। এই সাফল্য ও স্বীকৃতির সমন্বয়ে বর্তমান সরকার রূপকল্প (ভিশন) ২০২১ অর্জনে বদ্ধপরিকর।
রবিবার দুপুরে লাখাই সড়ক ও জনপথের রাস্তা হতে রিচি সাগর কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫৫ লাখ টাকা ব্যয়ে ৯শ’ মিটার রাস্তা এবং রিচি চক বাজার থেকে বুদুর বাড়ি ভায়া হাজী চেরাগ আলী কলেজ পর্যন্ত ৩৫ লাখ টাকা ব্যয়ে ৭শ’ মিটার রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জ-লাখাইয়ে বিগত প্রায় ৯ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছি। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ উন্নয়ন অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, রাস্তা নির্মাণ করে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু সেই রাস্তাকে সংরক্ষনের দায়িত্ব আপনাদের। তাহলেই বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের সুফল ভোগ করা সম্ভব।
রিচি সাগর কোনা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আনফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় জনসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গ্রাম পঞ্চায়েতের সহ সভাপতি মোঃ দিদার আলী মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, রিচি যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া, সাগর কোণা পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর, অগ্নিকোণা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আরব আলী, সাবেক মেম্বার মোঃ কাজল মিয়া, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাজু মিয়া, সাবেক মেম্বার স্বপন মিয়া, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, মোঃ আব্দুল কাইয়ুম, ছত্তর মিয়া, আব্দুল আলিম, আজিজ, নওশাদ, রায়হান, রাসেল সোহাগ প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার, উপ সহকারী প্রকৌশলী মোঃ এমদাদুল হক,
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj