ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক হেলাল চৌধুরীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়েছে। হেলাল চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত হাজী দলাই মিয়া চৌধুরীর ২য় ছেলে। বুধবার দুপুর ২:১৫মিনিটে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও শাহী ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আলমগীর চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,পৌর মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মুক্তার সরদার,নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু,সাংগঠনিক সম্পাদক সিহাব আহমেদ চৌধুরী,হবিগঞ্জ জেলা জামায়াত এর সাধারণ সম্পাদক মুশাহিদ আলী,নবীগঞ্জ পৌর জামায়াত এর সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী,সাংবাদিক ফখরুলল আহসান চৌধুরী,মোঃ সরওয়ার শিকদার,রাকিল হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সিলেট রোজভিউ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী মঈন উদ্দিন,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম চৌধুরী পিন্টু ,স্বপন কুমার তালুকদার, আজিম উদ্দিন,হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউপির চেয়ারম্যান বদরুল করিম দুলাল, নবীগঞ্জ পৌর সভার কাউন্সিলর জাহেদ আহমেদসহ জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,সাংবাদিক ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । উল্লেখ্য সাম্প্রতি সোমবার সকালে হেলাল চৌধুরী উনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন বন্যার্তদের ত্রাণ বিতরণ করার জন্য ওইদিন দুপুরে এয়ারপোর্ট হইতে গাড়ি যোগে নিজ বাড়ি চরগাঁও গ্রামে এসে পৌঁছান ।
বিকেল ৪টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বুকে প্রচন্ড বেথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল চৌধুরীকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রেরণ করেন । পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ৩ঃ৪০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন । ব্যক্তিজীবনে হেলাল চৌধুরী ছিলেন একজন পরউপকারী,সমাজসেবক,এবং রাজনীতি প্রেমী। দীর্ঘদিন হেলাল চৌধুরী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj