মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ মিয়ানমার সামরিক জান্তা ও সন্ত্রাসী সুচি বৌদ্ধদের কর্তৃক রোহিঙ্গা মুসলমানদেরকে ইতিহাসের সবচেয়ে বর্বর হত্যা, নির্যাতন ও বাড়ি-ঘর জালিয়ে দিয়ে বিতাড়িত করে জাতিগত নিধনের প্রতিবাদে খাদিমুল কোরআন বাহুবল-এর ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বাদ জোহর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে সংগঠনের সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই ও হাফেজ মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মনির উদ্দিন, মাওলানা আব্দুল বারি আনছারী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, খাদিমুল কোরআনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুন নূর, ক্বারী হোসাইন আহমেদ, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, সৈয়দ খলিলুর রহমান, মুক্তার হোসেন মেম্বার, মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুল কাইয়ুম জাকী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা হুমায়ূন কবীর, মাওলানা আব্দুল আহাদ আজাদ, এম এ মোছাব্বির হোসেন, হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ হিফজুর রহমান, মাওলানা কাজী আব্দুল হাই, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হুসাইন আহমেদ, হাফেজ জালাল উদ্দিন, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুল জলিল, মুফতি উবায়দুর রহমান, আব্দুর হক হুন্দা মিয়া, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা রায়হান আহমদ, মাওলানা কবির আহমদ, প্রভাষক আব্দুল আজিজ, প্রভাষক জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মাওলানা আফরোজ মিয়া, মোঃ শাহিম আলম, হাফেজ ইলিয়াছ আহমেদ, আব্দুল্লাহ আল কাউছার, মোঃ কাউছার, এনামুল হক সাদী প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীরা রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসযোগ এবং ভয়ংকর নির্যাতন চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের সামরিক বাহিনীর এ নির্যাতনে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে সকল নির্যাতন বন্ধ করে, রোহিঙ্গা মুসলমানদের অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি জাতিসংঘ থেকে মিয়ানমার সরকার অং সান সুচির নোবেল পুরস্কার বাতিলের দাবি জানান। অনতিবিলম্বে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক সেদেশের রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা বন্ধ করা না হলে খাদিমুল কোরআন কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সভা শেষে উলামায়ে কেরামের নেতৃত্বে হাজারও তৌহিদী জনতার অংশগ্রহণে “সুচির গালে-জুতা মার তালে তালে” স্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিল বাহুবল মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পদক্ষিণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj