তোফাজ্জল হোসেন,শাহজীবাজার থেকে : মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, লুটপাট ও বিতাড়নের প্রতিবাদে শাহজিবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শাহজিবাজার দরগাহ্ গেইটে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
১১নং বাঘাসুরা ইউনিয়ন ওলামা পরিষদ এই কর্মসুচির আয়োজন করে। কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠন ইয়্যূথ সোস্যাল অর্গানাইজেশন সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন চলাকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হাফেজ মোঃ কাউসার আহম্মেদ এর সভাপতিত্বে হাফেজ মোঃ দুলাল মিয়া,আলহাজ্ব হাফেজ ক্বারী নাছির উদ্দিন, মাওঃ মোঃ শাহজাহান মিয়া, হাফেজ মোঃ কাইয়ুম শাহ্, মাধবপুর উপজেলা বি এন পির অন্যতম সদস্য আবদাল মিয়া সহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলিম রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য থেকে তাদের বিতাড়িত করা হচ্ছে। প্রতিনিয়ত লুটপাট চলছে। তবে এখনও বিশ্ব বিবেক জাগ্রত হচ্ছে না। মানুষ হিসেবে তাদের পাশে সবার দাঁড়ানো উচিৎ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিতাড়িত হয়ে জীবনের ভয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। তাদের পাশে দাঁড়াতে হবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে চলমান রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জোরালো পদক্ষেপ কামনা করে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj