স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, রেহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছার ভূমিকা রেখেছেন। তিনি তাদের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। জাসিংঘের ভাষনেও তিনি বিষয়টি উত্তাপন করবেন।
আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে প্রায় ৬ হাজার জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বাদ জুম্মা শহরের চৌধুরী বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় এমপি আবু জাহির আরো বলেন, মায়ানমারে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ভারাতসহ বিভিন্ন দেশ তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পাশে দাঁড়াতে শুরু করেছে।
তিনি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিবাদ সভায় আরো বক্তৃতা করেন, আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রইছ মিয়া এবং হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব গোলাম মোস্তফা নবীনগরীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। পরে নির্যাতিতদের হেফাজতের জন্য মোনাজা পরিচালনা করেন মাওলানা ফরিদুল হক।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj