মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানের বাড়ীর সীমানার সামনের দেয়াল’র উপর ভা ̈ন্টিলিটার’র সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বুধবার সকালে অজ্ঞাত (৩৫) এক মহিলার ম...তদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় ম...তের শরীর তল্লাশী করে একটি চিরকোট উদ্ধার করে পুলিশ। ওই চিরকোটে মহিলার নাম জো ̈ৎস্না এবং তার বাড়ি হবিগঞ্জের উচাইল উল্লেখ রয়েছে বলে সুত্রে জানাযায়। তবে তদন্তের ̄^ার্থে পুলিশ ওই চিরকোটের বিষয়ে বিস্তারিত তথ্য ̈ দিতে অপারকতা প্রকাশ করেছে।
পুলিশ সকাল প্রায় ১১ টার দিকে ম...তের সুরতহাল শেষে ময়না তদন্তের জন ̈ হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পেধরণ করেছে। এদিকে চিরকোটের সুত্রধরে ম...তের পরিচয় সনা৩ করা গেছে বলে জানাগেছে। জো ̈ৎস্না বাবার নাম সামছু মিয়া। তবে কি কারণে বা কি ভাবে উ৩ মহিলা নবীগঞ্জে এসেছিল তা এখনও ̄úষ্ট নয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে জেগে উঠে কাউন্সিলর মিজানের পাশের বাড়ির জনৈকা মহিলা বাহিরে এলে বাড়ীর সামনের দেয়ালে ওই মহিলার ম...তদেহ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজনসহ কাউন্সিলর মিজানুর রহমান ঘটনা ̄’লে ছুটে আসেন ।
এ সময় গধামের অসংখ ̈ মানুষ ভীড় জমান । খবর পেয়ে থানার ওসি (তদন্ত) গৌর চন্দধ মজুমদারের নেত...ত্বে একদল পুলিশ ঘটনা ̄’লে যান। লাশের সুরতহাল তৈরির সময় লাশের ব্লাউজের নিচ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তাতে ঐ মহিলার বাড়ি হবিগঞ্জের উচাইল নাম জে ̈াৎস্না বলে জানা গেছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন ̈ ম...তদেহ হবিগঞ্জ মর্গে পেধরণ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) নাজমুল ইসলাম, নবাগত সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান ঘটনা ̄’ল পরিদর্শন করেন। এই চিরকোটের সুত্রধরে পুলিশ হবিগঞ্জের উচাইল গধামে খোঁজখবর নিয়ে ম...তের পরিচয় সনা৩ করেছে। সে ওই গধামের সামছু মিয়ার ̄^ামী পরিত ̈৩া মেয়ে। এছাড়া উ৩ মহিলার ম...ত ̈ুর ঘটনায় নবীগঞ্জে তোলপাড় চলছে। তবে এটা হত ̈া না আত্মহত ̈া এ নিয়ে ধুর্মজালের স...ষ্টি হয়েছে।
অপর একটি সুত্রে জানাযায়, উচাইল গ্রামের উ৩ ম...ত জে ̈াৎস্না বেগমের ̄^ামীর বাড়ি বানিয়াচং থানার দক্ষিন যাত্রাপাশা গধামে। পধায় ৮/১০ মাস পুর্বে ̄^ামী মহিবুর রহমানের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে এ মহিলা পিত্রালয়ে বসবাস করতো বলে জানাগেছে। আবার অনেকেই মন্তব ̈ করেন ষড়জন্ত্র কওে হয়ত কেউ জে ̈াৎস্নাকে হত্যা করে মিজানুর রহমানকে ফাঁসানোর জন ̈ তার বাড়িতে লাশ রেখে গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj